আগরতলা: ত্রিপুরা বিধানসভার উদ্যোগে বুধবার বিধানসভার লবিতে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রয়াত অধ্যক্ষের প্রতি সম্মান জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ বিধানসভার সচিব ও অন্যান্য বিধায়ক ও আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন।

বিধানসভার কার্য পরিচালনায় তাঁর দক্ষতা, সংসদীয় রীতি-নীতি রক্ষায় দৃঢ় অবস্থান এবং একজন প্রজ্ঞাবান ও নিরপেক্ষ অধ্যক্ষ হিসেবে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন বক্তারা। পাশাপাশি বিধানসভার ভেতরে ও বাইরে ঘটে যাওয়া নানা স্মরণীয় ঘটনার প্রসঙ্গও উঠে আসে আলোচনায়।

বক্তারা বলেন, বিশ্ববন্ধু সেন ছিলেন ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এক সম্মানিত ও স্মরণীয় ব্যক্তিত্ব, যাঁর অবদান রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। শেষে এক মিনিট নীরবতা পালন করে প্রয়াত অধ্যক্ষের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *