আগরতলা।। অ্যাঞ্জেল চাকমার ন্যায়বিচারের জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক নীরব মোমবাতি মিছিল ।
মিছিলটি শুরু হয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন নং ১১ থেকে মিছিলটি শেষ হয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সামনে । মুক্তমঞ্চের সামনে সকল অংশগ্রহণকারীরা একত্রিত হয় এবং অ্যাঞ্জেল চাকমার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ও মোমবাতি স্থাপন করে এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এর সাংবাদিকতা ও গণ যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডঃ সুনীল কালাই ,সহকারী অধ্যাপক ডঃ দীপক উপাধ্যায় ,সহকারী অধ্যাপক ডঃ ধর্মেন্দ্র কুমার দুবে , গেস্ট ফেকাল্টি ,পিএইচডি স্কলার , ছাত্র-ছাত্রীরা এবং অন্যান্য বিভাগের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা ।
