আগরতলা : প্রয়াত ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে শেষ শ্রদ্ধা জানানো হল ত্রিপুরা বিধানসভা ভবনে।
শনিবার তাঁর মরদেহ বিধানসভা প্রাঙ্গণে আনা হলে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবেশ। এদিন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী,মন্ত্রিসভার সদস্যবৃন্দ,বিধানসভার বিধায়ক,প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রয়াত অধ্যক্ষের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি সাধারণ মানুষও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাজ্য বিধানসভার অধ্যক্ষ হিসেবে বিশ্ববন্ধু সেনের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। শালীনতা, নিরপেক্ষতা ও সাংবিধানিক মর্যাদা রক্ষায় তিনি সর্বদা সচেষ্ট ছিলেন বলে স্মরণ করেন সহকর্মীরা। তাঁর প্রয়াণে রাজ্য রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মত অনেকের।
শেষ শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত বিশ্ববন্ধু সেনের শেষকৃত্যের উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হয়।
