ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রাজ্য দাবা সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার নাগের জলাস্থিত বাস টার্মিনাসে অনুষ্ঠিত হয় রাজ্য দাবা সংস্থার ওই অনুষ্ঠান।
বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সামনে রেখে দু দিনব্যাপী রাজ্য রেপিড দাবা প্রতিযোগিতা শেষ হয় এদিন। তাতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শান্তির বাজার মহকুমার অগ্রজিৎ পাল। ৯ রাউন্ডে সাড়ে আট পয়েন্ট পেয়ে। ৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে ম্যাট্রিক্স চেস একাডেমির মেহেকদীপ গোপ। সাত পয়েন্ট পেয়ে তৃতীয় থেকে পঞ্চম স্থান দখল করেন যথাক্রমে বিলোনিয়ার দিব্যজ্যোতি সরকার, আগরতলার গুরুপদ দাস এবং ধর্মনগরের অভিনব নাথ।
আসরে অনূর্ধ্ব ৮ বালক বিভাগের দেবরাজ ভট্টাচার্য, বালিকা বিভাগে তৃষিকা কামারাপু, অনূর্ধ্ব ১০ বালক বিভাগে পীতম্বর দেবনাথ, বালিকা বিভাগে অদ্দা দেও, অনূর্ধ্ব ১২ বালক বিভাগে প্রাঞ্জল দেবনাথ, বালিকা বিভাগে অঙ্কিতা সরকার ,অনূর্ধ্ব ১৪ বালক বিভাগের কৌশল সরকার এবং বালিকা বিভাগে অয়ন্তিকা দেব প্রথম স্থান দখল করে।
বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা স্পোর্টস সেলের প্রভারি কমল দে, বিশিষ্ট সমাজসেবক অসীম ভট্টাচার্য, টি আর টি সি – র ভাইস চেয়ারম্যান সমর রায়, রাজ্য দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক, কার্যকরী সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব মিঠু দেবনাথ, যুগ্ম সচিব কিরিটি দত্ত এবং কোষাধ্যক্ষ ইন্দ্রজিৎ বিশ্বাস। এবছর রাজ্য সংস্থা আয়োজিত বিভিন্ন আসরের প্রথম তিন স্থানাধিকারী দাবাড়ুদের এদিন পুরস্কৃত করা হয়।
গোটা অনুষ্ঠানকে সুন্দর করে তুলেন শর্মিষ্ঠা রায়। আগামী দিনে ত্রিপুরার দাবাকে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর রাজ্য দাবা সংস্থার কর্তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা দৃঢ়তার সঙ্গে বলেন রাজ্য সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক।
