তেলিয়ামুড়া : রাজ্যের সমস্ত মহকুমা ও শহরজুড়ে ওষুধের দামে অনিয়ম এবং শিশুদের জন্য নিষিদ্ধ যেকোনো ধরনের কফ সিরাপ বিক্রির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার খোয়াই মহকুমায় আচমকা এক অভিযান চালায় ড্রাগস কন্ট্রোল দপ্তর।

হাসপাতাল সংলগ্ন দোকান থেকে শুরু করে শহরের বিভিন্ন ফার্মেসিতে টানা পরিদর্শন করেন স্টেট ডেপুটি ড্রাগস কন্ট্রোলার সুব্রত দাস, ড্রাগস ইনস্পেক্টর অভিজিৎ দাস, ড্রাগস ইনস্পেক্টর সুধাম মগ, এবং ডেপুটি ড্রাগস কন্ট্রোল অফিসের মনিটরিং অফিসার দিবাকর পাল। অভিযোগ ছিল দুইটি— এক,পুরানো স্টকের ওষুধে কমানো ৬.২৫% জিএসটি অনেক দোকানদার কমাচ্ছেন না, এবং দুই বছরের কম বয়সি শিশুদের জন্য সমস্ত রকম নিষিদ্ধ কফ সিরাপ বিক্রি বন্ধ করা।

পরিদর্শনে খোয়াইতে বেশ কয়েকটি ঔষুধের দোকানে দেখা যায়—ওষুধের নতুন প্রাইস লিস্ট আপডেট নেই, বিলিং সিস্টেমে কমানো জিএসটি যুক্ত করা হয়নি, ফলে গ্রাহকের কাছে পুরনো দামে ওষুধ বিক্রি হচ্ছে। কর্মকর্তাদের দাবি, “জিএসটি কমলেও দাম না কমানো সরাসরি অনিয়ম। ভবিষ্যতে একই অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম সতর্ক বার্তা দেওয়া হয় খোয়াই এর সমস্ত ঔষুধের দোকানে।পাশাপাশি এদিন তেলিয়ামুড়াতেও সমস্ত ঔষুধের দোকানে এই সতর্ক বার্তা দেওয়া হলেও তেলিয়ামুড়ায় সমস্ত ঔষুধের দোকানে GST এর নতুন কার্যকরী বিলিং আপডেট থাকায় সেখানে কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান কর্মকর্তারা।এদিকে স্বাস্থ্যবিধি অনুযায়ী দুই বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে সমস্ত রকম কফ সিরাপ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

কিন্তু অভিযানকালে কয়েকটি দোকানে সেই ওষুধ মজুত থাকতে দেখা যায়। ড্রাগস ইনস্পেক্টররা দোকানদারদের সতর্ক করে বলেন—সম্প্রতি মধ্য প্রদেশে এধরনের কফ সিরাফ ঔষুধ খেয়ে সেখানে প্রচুর শিশুর মৃত্যু হয়েছে। তাই এরাজ্যেও সতর্কতার সহিত বিষয়টি দেখা হচ্ছে। এ ধরনের ঔষুধ দিলে শিশুদের মারাত্মক ক্ষতি হতে পারে।এখন থেকে নিষিদ্ধ ওষুধ বিক্রি ধরা পড়লে লাইসেন্স বাতিল হবে।

পরিদর্শনের পাশাপাশি দোকানদারদের নিয়ে এক সচেতনতা চর্চাও করা হয়। কর্মকর্তারা জানান, জিএসটি কমানোর সুবিধা গ্রাহকের কাছে পৌঁছাতে হবে, সঠিক বিল দিতে হবে এবং শিশুদের ওষুধ বিক্রিতে বিশেষ সতর্কতা বজায় রাখতে হবে বলে জানান ডেপুটি ড্রাগ ইন্সপেক্টর সুব্রত দাস। এই অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

তাঁদের মতে, “দীর্ঘদিন ধরে অনেক দোকানে নিজেদের মতো দাম নেওয়া হতো। প্রশাসনের নজরদারিতে এখন অন্তত স্বচ্ছতা বাড়বে।” তেলিয়ামুড়া শহরে জিএসটি অনিয়ম এবং শিশু-কফ সিরাপ বিক্রি দু’টি বিষয়কে একসঙ্গে মোকাবিলা করতে এই প্রশাসনিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে স্বাস্থ্য দপ্তর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *