আগরতলা: লোকালয়ে এক মস্ত বড় অজগর সাপ কে ঘিরে কৌতুহলী জনতার ঢল চড়িলাম পুরান বাড়ি এলাকায়। ঘটনা সোমবার রাতে চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন পুরান বাড়ি এলাকায় বিনয় কর্মকারের পুকুরের পাড়ে।
হঠাৎ করে এলাকার কয়েকজন চড়িলাম বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে দেখতে পায় একটি বিশাল বড় অজগর সাপ রাস্তার পাশে পড়ে রয়েছে। অজগর সাপটিকে দেখে চিৎকার করতে থাকে পথচারীরা। তাদের চিৎকারে গ্রামের মানুষ ছুটে আসে বিনয় কর্মকারের পুকুরের পাড়ে। তারা খবর দেয় চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসে।
খবর পেয়ে চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসের বিট অফিসার সুকান্ত দাস বনকর্মীদের নিয়ে দৌড়ে ছুটে আসে বিনয় কর্মকারের পুকুরের পাড়ে। তারা অজগর সাপটিকে উদ্ধার করে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়ে যায়।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিট অফিসার সুকান্ত দাস জানান এই পুরান বাড়ি এলাকা একেবারে ওয়াইল্ডলাইফ সেঞ্চুরি ঘেষা। যার ফলে হামেশাই বন থেকে পাইথন সহ বিভিন্ন ধরনের লুপ্তপ্রায় প্রাণী লোকালয়ে ছুটে আসে। এবং লোকালয়ে এই সমস্ত প্রাণীগুলির আসাটা স্বাভাবিক। আমরা খবর পেয়ে অজগরটিকে উদ্ধার করে নিয়ে সিপাহীজলা চিড়িয়াখানার জঙ্গলে ছেড়ে দেব।
যাতে করে তারা নিরাপদে থাকতে পারে। অজগর সাপটির ওজন প্রায় ১০০কেজির উপরে হবে বলে জানিয়েছে গ্রামবাসী সহ বনদপ্তরের কর্মীরা।
