আগরতলা।।আজ বিভিন্ন সরকারি কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে ত্রিপুরা রাজ্যে আগমন করেছেন মাননীয় কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী শ্রী জুয়াল ওরাম। সকালেই তিনি উনকোটি জেলা সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে আন্তরিক স্বাগত ও অভ্যর্থনা জানান এলাকাবাসী এবং উপস্থিত বিশিষ্টজনেরা। বিশেষ করে তাঁকে অভ্যর্থনা জানান এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস।

সরকারি সূত্রে জানা যায়, জনজাতি সমাজের সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতির প্রসার, সামাজিক-অর্থনৈতিক সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী। জনজাতি সমাজের জন্য কেন্দ্রীয় সরকারের নিরলস প্রচেষ্টা ত্রিপুরার উন্নয়নযাত্রায় নতুন গতি সঞ্চার করেছে বলে প্রশাসনিক মহলের মত।

মন্ত্রীর এই বিশেষ সফরকে ঘিরে জেলা জুড়ে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই এদিনের আগমনের মূল বার্তা বলে মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *