আগরতলা:রাজ্যের বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাংক গুলিতে রক্ত স্বল্পতার কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন চলছে গোটা রাজ্য জুড়েই। এই শিবির গুলিতে সুস্থ রক্ত দাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়। যা পরবর্তীতে থ্যালাসেমিয়া, ক্যান্সার, প্রসূতি রোগীদের, দুর্ঘটনা জনিত মুমূর্ষ রোগীদের বা অন্য কোন রোগের কারণে রক্তের প্রয়োজন এমন রোগীদের জন্য এমন রক্ত ব্যবহার করা হয়।

মঙ্গলবার আগরতলার এইচ ডি এফ সি ব্যাঙ্ক এর উদ্যোগে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার। তিনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন এই রক্তদান শিবিরের সাফল্য কামনা করে সবাইকে সাচ্চা রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন রক্ত কেন প্রয়োজন এটা আমরা সবাই জানি। রক্ত দিলে শরীরের কোন ক্ষতি হয় না। বরঞ্চ শরীর আরো অনেক ভালো থাকে। তিনি বিভিন্ন সামাজিক সংস্থার উদ্দেশ্যে বলেন, যত বেশি রক্তদাতা কে রক্তদান শিবিরের যুক্ত করা যায় এবং আরো বেশি বেশি করে রক্তদান শিবির কিভাবে করা যায় তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। আর এই বিষয়ে যদি কেউ আগরতলা প্রেসক্লাবের সাহায্য চায়।

সেই ক্ষেত্রে আগরতলা প্রেস ক্লাব সব সময় রক্তদাতা এবং রক্তদান শিবিরের পাশে থাকবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তিনি বলেন বৃহৎ পরিসরে রক্তদান শিবির করার ক্ষেত্রে রক্তদাতাদের নিয়ে আসার ক্ষেত্রে জোর দিতে হবে। এদিনের রক্তদান শিবিরে ব্যাংকের আধিকারিক এবং কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।

পাশাপাশি এই রক্তদান শিবির কে ঘিরে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। এদিনের এই স্বেচ্ছা রক্তদান শিবির কে সফল করার লক্ষ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন আইজিএম হাসপাতালে ব্লাড ব্যাংকের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *