আগরতলা : জম্পুইজলা বাজারে বিজেপি কর্মীদের উপর হামলায় গুরুতর আহত সুমন দেববর্মাকে দেখতে রবিবার দুপুরে আগরতলার জিবি হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
ঘটনার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিজেপি কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। সম্প্রতি টাকারজলা বিধানসভা কেন্দ্রের জম্পুইজলা বাজারে বিজেপি অফিস ও বিজেপি কর্মীদের উপর দুষ্কৃতীরা আকস্মিক হামলা চালায়। সেই ঘটনার জেরে বিজেপি কর্মী সুমন দেববর্মা মারাত্মকভাবে আহত হন। মাথা ও চোখে গভীর আঘাত পাওয়ায় তাঁকে তড়িঘড়ি জিবি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন ধরে তিনি ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।
এইদিন হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে মুখ্যমন্ত্রী আহত কর্মীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। তিনি জানান, “সুমন দেববর্মার চিকিৎসায় কোনও ত্রুটি রাখা হবে না। চিকিৎসকরা নিয়মিত তাঁকে পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হবে।” মুখ্যমন্ত্রীর আকস্মিক সফরে হাসপাতাল চত্বর ও ওয়ার্ড এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পাশাপাশি বিজেপি নেতৃত্বের একাংশও হাসপাতালে উপস্থিত হয়ে আহত কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং মানসিকভাবে পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে সূত্রের খবর। হামলার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।
আহত সুমন দেববর্মার পরিবার মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পরিবারের সদস্যদের আশা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন সুমন।
