মেলাঘর।। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক বিজয়কে কেন্দ্র করে শনিবার বিজেপির সিপাহীজলা-(দ) জেলার উদ্যোগে, মেলাঘরস্থিত জয় চন্দ্র বালমন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় বিহার বিজয় সমাবেশ এর ।

এখানে অংশগ্রহণ করেন বিধায়ক তথা বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন , বিহারের জনতা আবারও উন্নয়ন, সুশাসন ও প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে। এই বিশাল বিজয় নতুন শক্তি, নতুন উদ্যম ও নতুন দায়িত্ববোধের বার্তা নিয়ে এসেছে সকল কর্মী ও সমর্থকদের কাছে। বিজেপি-র এই বিজয় শুধু বিহারের নয়—এটা নতুন ভারতের প্রত্যয়, উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প বলেও দাবি করেন তিনি।

এছাড়াও এই সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক তোফাজ্জল হোসেন সহ অন্যান্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *