উদয়পুর।।ত্রিপুরা বহুজাতি ও বহুসংস্কৃতির মিলনভূমি- এ রাজ্যের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতেই অনুষ্ঠিত হচ্ছে ইউনিটি প্রমো ফেস্ট। রাজ্যের পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদয়পুর স্পোর্টস গ্রাউন্ডে পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ইউনিটি প্রমো ফেস্টের উদ্বোধন করে একথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলির প্রচার ও প্রসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন রাজ্যে প্রদর্শনীর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন বৈচিত্র্য তুলে ধরা হচ্ছে। এরফলে পর্যটকের আগমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, রাজ্য সরকারও বছরজুড়ে পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করছে। অর্থমন্ত্রী রাজ্যের উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরে ইউনিটি প্রমো ফেস্টের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, জাতি-জনজাতি অংশের মানুষের মিশ্র সংস্কৃতির বিকাশ ও রাজ্যের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে ইউনিটি প্রমো ফেস্ট চালু করা হয়েছে। গত বছর রাজ্যের চারটি জেলায় এই উৎসব আয়োজনের সাফল্যের কথা উল্লেখ করে তিনি জানান, এবছর দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলাকে সংযোজন করে মোট ছ’টি জেলায় দু’দিনব্যাপী ইউনিটি প্রমো ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, এ উৎসবের মাধ্যমে শুধু সংস্কৃতির প্রচারই নয়, পর্যটনকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। রাজ্যের পর্যটন স্থানগুলিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার কাজ চলছে।
অনুষ্ঠানে বিধায়ক রামপদ জমাতিয়া বলেন, রাজ্যের বর্তমান সরকার ত্রিপুরার পর্যটন স্থানগুলির উন্নয়নে কাজ শুরু করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু ল্যাথের, জেলা পুলিশ সুপার ডা. কিরণ কুমার কে, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। অনুষ্ঠানে লেজার শো, আদিবাসী ফ্যাশন শো সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
