আগরতলা: বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতদিন নেতৃত্বে আছেন, ততদিন বিজেপিকে পরাজিত করা অসম্ভব। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের আনন্দে মোহনপুরে এক বিশাল বাইক র্যালির নেতৃত্ব দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন। আজকের এই জয়োৎসব র্যালিতে ১০০০–এরও বেশি মোটরবাইক অংশ নেয়।
পরে বিদ্যুৎ মন্ত্রী বলেন, সাধারণ মানুষ, নারী ও যুবসমাজ, উন্নয়ন, সুশাসন ও স্বদেশি ভাবনার পক্ষে ভোট দিয়েছে। তিনি বলেন মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ছাড়া কিছুই সম্ভব নয়। আজ প্রতিটি ঘরে বিনামূল্যে রেশন, রাস্তা, জাতীয় সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও বিদ্যুৎ পৌঁছে গেছে। লালু প্রসাদ যাদবের সময় মানুষ ‘জঙ্গলরাজ’ দেখেছিল, যা ত্রিপুরাতেও বাম আমলে প্রত্যক্ষ করেছে। তাই ত্রিপুরায় মানুষ ২০১৮ সালে দুর্নীতি ও কুশাসনের বিরুদ্ধে ভোট দিয়ে পরিবর্তন এনেছে।
মন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপিকে হারানো সম্ভব নয়। মানুষ দেখেছে মোদীজির নেতৃত্বে ভারত কীভাবে শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠেছে, অর্থনীতিতে কীভাবে বড় অগ্রগতি হয়েছে, যার প্রমাণই হল বিহারের নির্বাচন ফল। তিনি আরো বলেন সিপিএম ডাবল জিরো, কংগ্রেস প্রায় বিলুপ্তপ্রায়।
আঞ্চলিক দলগুলো যদি মোদীজির পাশে থাকে, তারাও উন্নয়নের সুফল পাবে। ত্রিপুরায়ও সিপিএম আর ফিরে আসতে পারবেনা মানুষ তাদের গ্রহণ করবে না। বিজেপি ও মোদীজিকে হারানো অসম্ভব। পশ্চিমবঙ্গেও বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে।
