আগরতলা।।রাজ্যের বিভিন্ন জনজাতি গুষ্ঠির ভাষা ও পরম্পরাগত ঐতিহ্য এবং কৃষ্টি -সংস্কৃতি আমাদের রাজ্যের অন্যতম গৌরব। তাকে সংরক্ষণ ও সমৃদ্ধ করাই বর্তমান রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য।
সোমবার জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে, মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জনজাতি বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ।
তাঁদের সুচিন্তিত মতামত, আগামী দিনে সরকারের সদর্থক কর্ম প্রচেষ্টায়, খুবই ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজিব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
