আগরতলা:রাজ্যে আলু উৎপাদনে বিপ্লব আনতে সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। আজ মহাকরণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ জানান, এবছর রাজ্যের মোট ৬ হাজার কৃষককে এআরসি (ARC) পদ্ধতিতে আলু চাষের জন্য সহায়তা দেওয়া হবে।
মন্ত্রী জানান, প্রত্যেক কৃষককে ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা সহায়তা ও ১,০০০ টাকার কৃষি সামগ্রী দেওয়া হবে। এই প্রকল্পে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা।বর্তমানে রাজ্যে ২৩,৭০০ জন কৃষক প্রায় ৪৭,৩৪১ কানি জমিতে আলু চাষ করেন। প্রচলিত পদ্ধতিতে প্রতি কানিতে কৃষকরা গড়ে ২,৫০০ থেকে ৩,০০০ কেজি আলু ফলন পেতেন। কিন্তু এআরসি পদ্ধতিতে ফলন বেড়ে ৯,০০০ থেকে ১০,০০০ কেজি পর্যন্ত হচ্ছে বলে মন্ত্রী জানান।
তিনি আরও বলেন, ২০২৮-২৯ সালের মধ্যে আলুর বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে রাজ্য এবং ২০২৯-৩০ সালের মধ্যে ত্রিপুরা খাবার আলুতে আত্মনির্ভর হবে।২০২৩ সালে পরীক্ষামূলকভাবে ১০০ জন কৃষককে এই পদ্ধতিতে চাষের জন্য সহায়তা দেওয়া হয়েছিল। ফলন ভালো হওয়ায় ২০২৪ সালে সংখ্যা বাড়িয়ে ৪০০ করা হয়। ফলাফল আশাব্যঞ্জক হওয়ায় এবার RKBY প্রকল্পের মাধ্যমে ৪,০০০ কৃষককে এবং ওয়াটার শেড ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে আরও ২,০০০ কৃষককে সহায়তা দেওয়া হবে বলে কৃষিমন্ত্রী জানান।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ত্রিপুরার কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আলু উৎপাদনে রাজ্যকে স্বনির্ভরতার পথে নিয়ে যাবে।
