আগরতলা।।প্রতিবারের মতো এবারেও রাজধানীর জগন্নাথজীউ মন্দিরে অনুষ্ঠিত হলো অন্নকূট উৎসব। বুধবার এই উৎসবে ব্যাপক সংখ্যক ভক্তবৃন্দ অংশ নেন। সকাল থেকে শুরু হয় নাম সংকীর্তন। এদিকে মন্দিরের সেবায়েতরা পূজার আয়োজনে নেমে পড়েন।

এই অন্নকূট উৎসবে কম করে ১০৮ পদের রকমারি ব্যাঞ্জন দিয়ে ভোগ নিবেদন করা হয়। প্রভু জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রাকে ভোগ নিবেদন করা হয়। চলে বিশেষ পূজার্চনা। নামকীর্তন ও ধৰ্ম কথা আলোচনা। দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা। দুপুর উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে প্রাসাদ বিতরণ করা হয় । কথিত আছে বৃন্দাবনে যখন বিপর্যয় দেখা দিয়েছিলো তখন শ্রী কৃষ্ণা গিরি গোবর্ধন পর্বতকে হাতে নিয়ে বৃন্দাবনকে রক্ষা করেছিলেন।

এই প্রসংগে অর্থাৎ অন্নকূট উৎসব এর মাহাত্ম নিয়ে আলোচনা করেন মন্দিরের এক প্রবীণ সন্ত। প্রতিবছর দামোদর মাসে এই অন্নকূট উৎসব পালন করা হয়। জগন্নাথজীউ মন্দিরে এখন দামোদর অর্থাৎ নিয়ম মাস পালন করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *