আগরতলা।।পূর্বতন কোনো সরকারই জানজাতিদের উন্নয়নের জন্যে চিন্তা করেনি। ৩৫ বছরের সরকার জানজাতিদের জন্যে ভাবেনি । বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানজাতিদের উন্নয়নের জন্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন।

একলব্য স্কুল চালু করা হচ্ছে। শিক্ষা ছাড়া কোন জাতির এগিয়ে যাওয়া সম্ভব নয়। কথাগুলি বলেছেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।

শুক্রবার আগরতলার টাউন হলে ৬ষ্ঠ রাজ্য স্তরের ইএমআরএস সাংস্কৃতিক ও সাহিত্য এবং কলা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন রাজ্যের জনজাতি কল্যান মন্ত্রি বিকাশ দেববমা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি যায় কথাগুলি বলেন। মন্ত্রী আরো বলেন, শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই জানজাতিদের উন্নয়নের জন্যে প্রধানমন্ত্রী একলব্য স্কুল গড়ছেন। একটা সময় একলব্য স্কুলে পড়ার কথা ভাবাই যেত না। সেখানে পরিকাঠামো যেমন উন্নত তেমনি ভালো শিক্ষকরা রয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে সব মিলিয়ে ২১টি একলব্য স্কুল হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশাতেই কাজ করছেন বলে দাবি করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনজাতি শিল্পীরা অংশ নেয়। তারা তাদের চিরাচরিত সংস্কৃতি উপস্থাপন করবেন। রাজ্যভিত্তিক এই অনুষ্ঠান ঘিরে তাদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *