আগরতলা।।রাজধানী আগরতলায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার । ঘটনা রাজধানীর মহারাজগঞ্জ বাজারের জলাশয়ে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ।
বুধবার সাত সকালে মহারাজগঞ্জ বাজার সংলগ্ন নবনির্মিত পার্কের জলাশয় থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে স্থানীয়দের নজরে আসে পুকুরে ভাসমান মৃতদেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানা এবং মাহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ। পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ বলেন, মৃতদেহটি পুকুরের জলে বেশ কয়েকদিন ধরে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে হাতে সৌরভ নামের ট্যাটু লেখা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি পরিকল্পিত খুন না নিছক দুর্ঘটনা তা নিয়ে সন্দিহান পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।