আগরতলা।। গত ১৩ই অক্টোবর আগরতলা শহরের রাম ঠাকুর স্কুল সহ স্কুল সংলগ্ন এলাকায় দুটি জায়গায় চুরির ঘটনা নথিভুক্ত হয়। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব থানার পুলিশ দুইজন চোর সমেত চুরি যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
এই বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ বলেন, গত ১৩ই অক্টোবর রামঠাকুর মহিলা বিদ্যালয়ে একদল চোর প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র লন্ডভন্ড করে ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠ। এবং তার আগের দিন সে এলাকার পার্থ লস্করের বাড়ি থেকে একদল চোর প্রবেশ করে কিছু টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানা যায়।
তাই দুটি ঘটনার তদন্তে নেমে সিসি ক্যামেরা ফুটেজের সহযোগিতায় দুজন চোর সমেত চুরি যাওয়া কিছু টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে বলে জানান তিনি।