আগরতলা: শারদোৎসবের পর আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচির ৫৪তম পর্ব অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা দূরদূরান্ত থেকে আগত সাহায্য প্রত্যাশীদের সাথে সরাসরি কথা বলেন।

                     
আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এই কর্মসূচিতে চিকিৎসা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আগত সাহায্য প্রত্যাশী প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমস্যা সমাধানের পথ খুঁজে পেয়ে আশ্বস্ত হন।

                       
মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আজ তেলিয়ামুড়ার মোহরছড়ার তাপস রায় অসুস্থ ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান। মুখ্যমন্ত্রী সাথে সাথে জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারের সাথে কথা বলে রাজ্যেই তার চিকিৎসার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দেন। 

আগরতলার রামনগরের মহুয়া রায় মেয়ের চিকিৎসার জন্য সাহায্য চাইলে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। আগরতলার বড়জলার রিঙ্কু সরকার আর্থিক অস্বচ্ছলতার কারণে অসুস্থ স্বামীর প্রয়োজনীয় চিকিৎসা করতে পারছেন না বলে মুখ্যমন্ত্রীকে জানালে মুখ্যমন্ত্রী চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

পাশাপাশি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ভাতা প্রদানের বিষয়টিও নিশ্চিত করেন। এছাড়াও সোনামুড়া মহকুমার ধনপুরের দুলাল সেন, আগরতলার রামনগরের মিলন পাল সহ অনেকেই মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানে আশ্বস্ত হন।

                        আজকের মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. তপন মজুমদার, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শঙ্কর চক্রবর্তী, আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. দেবাশ্রি দেববর্মা, অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের মেডিক্যাল সুপার ডা. শিরোমণি দেববর্মা প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *