আগরতলা।।শারদোৎসবের আগে শেষ বারের মতো পূজার প্রস্তুতি নিয়ে সমস্ত কর্পোরেটরদের সঙ্গে বৈঠক করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
শুক্রবার পুর নিগমের কনফারেন্স হলে এই বৈঠক হয়। ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , কমিশনার ডি কে চাকমা সহ অন্যান্য আধিকারিকরা। কর্পোরেটররা তাদের এলাকার বর্তমান অবস্থা সম্পর্কে বক্তব্য রাখেন। মেয়র বলেন, পূজার আগে সমস্ত রাস্তাঘাট মেন্টেনেন্স করা হয়েছে। পূজার পর স্থায়ী ভাবে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। কোথায় কি কাজ হয়েছে, আর কি কি কাজ বাকি রয়েছে সেই বিষয়ে এদিনের বৈঠকে খোঁজ খবর নেওয়া হয়।
পুর নিগম ও পূর্ত দপ্তর যৌথভাবে কাজ করছে বলে জানান তিনি। রাজধানীর মোটরস্টান্ড এলাকাতেও রাস্তারএকটি দিক সম্পূর্ণ ঠিক করে দেওয়া হয়েছে। বৃষ্টি হলেও অসুবিধা হবে না বলে মেয়র জানিয়েছেন। এদিকে কার্নিভালের প্রস্তুতিও চলছে বলে জানান। শারদীয় দুর্গোৎসব সবার জন্যে মঙ্গলময় হয়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন মেয়র।