আগরতলা।।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন সকল অংশের মানুষের উন্নয়ন। ১৮টি পেশার মানুষের জন্যে বিশ্বকর্মা প্রকল্প চালু করা হয়েছে। ওবিসি সম্প্রদায়ের মানুষ রয়েছেন প্রায় ৪০ শতাংশ। তাদের ছাড়া উন্নয়ন সম্ভাবনায়।
ওবিসি মোর্চার উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে এই কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস এর মন্ত্র আমাদের দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি চাইছেন সমাজের সকল অংশের মানুষের উন্নয়ন। রাজ্য সরকার সেই দিশাতে কাজ করছে। রাজ্যে প্রায় ৪০ শতাংশ মানুষ ওবিসি সম্প্রদায়ভুক্ত। তাদের ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
১৮টি পেশার মানুষের জন্যে বিশ্বকর্মা প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সরকার। সেবা হি পাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসাবে বিজেপির ওবিসি মোর্চা শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী।
তিনি আরো বলেন ভারতীয় জনতা পার্টির সাতটি মোর্চার মধ্যে ওবিসি মোর্চা একটি। বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে মোর্চাগুলির ভূমিকা গুরুত্তপুর্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ ওবিসি মোর্চার উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্ত দান করেন। মুখ্যমন্ত্রী তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শান্তনা চাকমা, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্নরা। তাদের প্রত্যেকেই রক্তদাতাদের উৎসাহিত করেন।