আগরতলা।।শারদোৎসবের আগে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাগুলি সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছে। আগরতলা শহরের পাশাপাশি অন্যান্য এলাকাতেও রক্তদান শিবিরের মতো সামাজিক কাজ হচ্ছে।
শনিবার রানীর বাজার মোটর স্ট্যান্ড সংলগ্ন সংঘ শ্রী সংঘ এর ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে এবং শারদীয়া দুর্গাপূজাকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রক্তদান মহৎ দান, এর বিকল্প নেই। তিনি রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে এই সামাজিক কর্মকান্ডের জন্যে সংঘ শ্রী সংঘ এর প্রশংসা করেন।
আশা ব্যক্ত করেন আগামী দিনেও তারা এই ধরণের সামাজিক কর্মসূচি চালিয়ে যাবে। শিবিরে মোট 40 জন রক্ত দান করেন। মন্ত্রী তাদের সঙ্গে কথা বলে উৎসাহিত করেন।