আগরতলা।।আজ তথা বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা রাজ্যস্তরীয় স্বচ্ছতা হি সেবা কর্মসূচির সূচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই উপলক্ষে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবেই স্বচ্ছ উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি উল্লেখ করেন, সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপিত হচ্ছে।

২০১৪ সালের ২রা অক্টোবর প্রধানমন্ত্রী মোদী স্বচ্ছতা অভিযান শুরু করেছিলেন, যা আজ এক বিশাল গণআন্দোলনে রূপ নিয়েছে।মুখ্যমন্ত্রী আগরতলা পুরনিগমের (AMC) উদ্যোগের প্রশংসা করে বলেন, আবর্জনা অপসারণ, ডাস্টবিন স্থাপন এবং পরিচ্ছন্নতা রক্ষায় তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।এদিন তিনি সকল নাগরিকের প্রতি আহ্বান জানান, শুধু চারপাশ পরিচ্ছন্ন রাখাই নয়, নিজেদের মন ও অন্তরও পরিশুদ্ধ করতে হবে, তাহলেই একটি পরিচ্ছন্ন সমাজ ও রাজ্য গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, সচিব ব্রিজেস পান্ডে, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, স্বচ্ছ ভারত মিলনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপা কর্মকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *