আগরতলা।।দুইটি অনুষ্ঠান সফল করার লক্ষে আগরতলা পুর নিগমের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বুধবার একটি অনুষ্ঠান হবে রবীন্দ্র ভবনে। অপরটি হবে জিবি হাসপাতাল চত্বরে।

মঙ্গলবার পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত যায় অনুষ্ঠানে মেয়র , ডেপুটি মেয়র, কমিশনার, সমস্ত কর্পোরেটরগণ, জোনাল চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয়। রবীন্দ্র ভবনের অনুষ্ঠান টি হবে সেবা হি স্বচ্যতা। এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেখানে পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের সাফাই কর্মীদের সম্বর্ধনা দেওয়া হবে। এছাড়া সুস্থ নারী শক্ত পরিবার শীর্ষক একটি অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেই অনুষ্ঠানটি জিবি হাসপাতাল চত্বরে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এই উপলক্ষে সেখানে এক অনুষ্ঠান হবে। এই দুইটি অনুষ্টান সফল করার লক্ষেই মঙ্গলবার পুর্নিগমের কনফারেন্স হলে এই বৈঠক হয়। মেয়র দীপক মজুমদার এই কথা জানিয়েছেন।

দুইটি অনুষ্ঠানেই উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমাগম হবে বলা আশা করা হচ্ছে। কিন্তু বিশ্বকর্মা পূজার দরুন যানবাহন পেতে যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে জানান মেয়র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *