আগরতলা।।রাজ্যে সরকার বাদলের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন যে যার কাজ ধর্ম ঠিক ভাবে পালন করতে পারছে। ক্লাবগুলি বিভিন্ন সামাজিক কাজ করছে। বললেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
উত্তর বাদারঘাটস্থিত উন্নয়ন সংঘের ৭৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার এক রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অভিজিৎ মল্লিক , অলক রায় সহ অন্যান্যরা। মেয়র বলেন রক্তদান সারা বছর হলেও উৎসবের মরসুমে কম হয়। তাই এই সময় রক্তদান শিবিরের আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি।
রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহিত করেন। শিবিরে মহিলাদেরকেও রক্তদান করতে দেখা যায়। এদিনের এই অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে পুর নিগমের সাফাই কর্মীদের সম্বর্ধনাও দেওয়া হয়। অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।