আগরতলা।।রাজ্যের ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে।
বিধানসভা অধিবেশনকে সামনে রেখে সোমবার বিধানসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো বি এ সি এর বৈঠক। সিদ্ধান্ত হয় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিধানসভা অধিবেশন। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। তবে অধিবেশন বসবে মাত্র ২ দিন। জানা গেছে মোট চারটি বিল এবারের অধিবেশনে আনা হবে। এছাড়াও থাকবে প্রশ্নোত্তর পর্ব। পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি প্রস্তাবক।
বৈঠক শেষে জানালেন পরিষদীয় দলনেতা রতন লাল নাথ। তিনি বলেন যেহেতু সামনে দুর্গা পূজা তাই অধিবেশনের সময় কমিয়ে আনা হয়েছে। এদিকে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অসুস্থ থাকায় এবারের অধিবেশনে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল অধ্যক্ষের কাজ চালিয়ে যাবেন। উল্লেখ্য এদিনের বি এ সি বৈঠকে বিজেপি , টিপরা মথা , কংগ্রেস ও সিপিএম সব দলের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন।