আগরতলা।।ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক এসোসিয়েশন রবিবার তাদের ১৫তম বার্ষিক সম্মেলন উপলক্ষে আগরতলার আইজিএম হাসপাতাল কমপ্লেক্সের ফ্লোরেন্স নাইটিঙ্গেল অডিটোরিয়ামে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে।

এর উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, সংগঠনের সভাপতি ডা. সুশান্ত সরকার ও সম্পাদক ডা. সুখেন্দু নাথ। উল্লেখ্য বর্তমানে রাজ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে।

ত্রিপুরায় মোট ৮২টি সরকারি হাসপাতালে হোমিওপ্যাথিক বহির্বিভাগ চালু আছে। যেখানে ২০২৪-২৫ অর্থবছরে ২ লক্ষেরও বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া ৫৩টি আয়ুষ্মান আরোগ্য মন্দির, ৩১টি স্ট্যান্ড-অ্যালোন ডিসপেনসারি এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে বিপুল সংখ্যক রোগী পরিষেবা পাচ্ছেন। রাজ্যে বর্তমানে প্রায় ৮১০ জন BHMS ডিগ্রিধারী চিকিৎসক নিবন্ধিত আছেন।

এদের মধ্যে অনেকে রাজ্য সরকার, ন্যাশনাল হেলথ মিশন, আয়ুষ মিশন এবং রাষ্ট্রীয় শিশু ও স্বাস্থ্য কার্যক্রমে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শিক্ষাক্ষেত্র ও প্রশাসনিক পদেও হোমিওপ্যাথি চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *