আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম করা হবে। এর পাশাপাশি পণ্ডিত দীন দয়াল ও জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনও পালন করা হবে।
আজ আগরতলায় ভারতীয় জনতা পার্টির প্রদেশ সদর কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বৈঠকে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রীর জন্মদিনকে একটু অন্যভাবে পালন করে। তাঁর জন্মদিন উপলক্ষে বিভিন্ন ধরণের সেবামূলক কার্যক্রম করা হয়। এজন্য এবারও ১৭ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম করা হবে। এবছর প্রধানমন্ত্রী মোদি ৭৫ বছরে পদার্পণ করছেন।
প্রতি বছরই ‘সেবা পাখওয়াদা’ কর্মসূচি করা হয়। তবে এবছর প্রধানমন্ত্রীর ৭৫ বছরে পদার্পণকে স্মরণীয় করে রাখতে নানা ধরনের কার্যক্রম করা হবে। বিশেষ করে গুজরাটে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ১৩ বছরের সময়কালে তিনি কি কি করেছেন এবং জীবনে মানুষের জন্য কি কি করেছেন সেসব বিষয় তুলে ধরা হবে। বাল্যকাল থেকে শুরু করে যৌবন সহ জীবনের বিভিন্ন পর্যায়ে দেশের জন্য তিনি কি করেছেন সেসব বিষয়ে গুরুত্ব রাখা হবে। তিনি যেভাবে দেশের জন্য কাজ করছেন এবং রাজ্যের জন্য করেছেন এসব বিষয়ে বিভিন্ন কার্যক্রম রাখা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর আমাদের আরো একটি কার্যক্রম রয়েছে। সেদিন পণ্ডিত দীন দয়ালের জন্মদিন উপলক্ষে আলোচনা রাখা হবে। এছাড়াও ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরকম বিশিষ্ট ব্যক্তিদের জীবন দর্শন নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শহর ও রাজ্যে স্বচ্ছ ভারত অভিযান, স্বেচ্ছা রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করা হবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে মেলা, প্রদর্শনী সহ অন্যান্য কার্যক্রম রাখা হবে।
এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, আসাম ও ত্রিপুরার (সংগঠন) সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু, সাংসদ ড. নরেশ বনসাল, ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাস,বিপিন দেববর্মা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।