আগরতলা।।২১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন অধিবেশন বসে ছিল রাজ্যসভা ও লোকসভায়। এই অধিবেশনে উত্থাপিত গুরুত্বপূর্ণ কিছু বিল নিয়ে সোমবার বিকেলে প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে লোকসভা ও রাজ্যসভায় বিরোধীদের কার্যকলাপের তীব্র সমালোচনা করলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য।
সাংবাদিক সম্মেলনে উনার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সম্পাদক এমডিসি নন্দ ভৌমিকা রিয়াং, প্রদেশ মিডিয়া কনভেনার সুনিত সরকার।সাংবাদিক সম্মেলন থেকে সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন রাজ্যসভায় শূন্য কালীন সময়ে রাজ্যের জনজাতিদের উৎপাদিত পণ্য বিক্রি জন্য মার্কেট তৈরি এবং রাজ্যের স্বাস্থ্য সহ বেশ কয়েকটি বিল উত্থাপিত করতে চেয়েছিলেন। কিন্তু বিরোধীদের হৈ হট্টগোলের কারণে বিলটি পেশ করা যায়নি। বিরোধীরা রাজ্যের এবং দেশের মানুষের উন্নয়ন বিরোধী।
লোকসভায় মোট কাজের ১২০ ঘণ্টার মধ্যে মাত্র ৩৭ ঘন্টা কাজ হয়েছে।আর রাজ্যসভায় হয়েছে মাত্র ৪১ ঘন্টা। তাদের সহযোগিতা ছাড়াই পার্লামেন্টের সামার অধিবেশন সমাপ্ত হয়েছে। তারা শুধু এস আই আর নিয়ে চর্চার দাবি তোলেন। অথচ এস আই আর একটি নির্বাচন কমিশনারের বিষয়। নির্বাচন কমিশন স্বয়ং শাসিত।
অথচ তা নিয়েই লোকসভা ও রাজ্যসভার মতো গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করেছেন। তাছাড়া এদিন অনলাইন গেইম বন্ধের বিল সহ একাধিক বিল নিয়ে চর্চা করেন সাংসদ রাজিব ভট্টাচার্য।