কুমারঘাট।। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব , রাজ্যসভার সাংসদ ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য , প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা।
খেলাধুলা কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ, সুস্থ ও সমাজগঠনে অনুপ্রাণিত করে।

এই টুর্নামেন্টের মাধ্যমে কুমারঘাট ও আশেপাশের এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের যোগ্যতা প্রদর্শনের সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে “ফিট ইন্ডিয়া” ও “খেলো ইন্ডিয়া” অভিযানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে ত্রিপুরার যুবসমাজ খেলাধুলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা ব্যক্ত করা হয়।

পাশাপাশি খেলোয়াড়দের অগাধ শুভেচ্ছা ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান বিধায়ক । ক্রীড়ার মাধ্যমে কুমারঘাটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান রাখেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *