আগরতলা।।এডিসি রাজ্য সরকারের হাতের পুতুল হয়ে থাকলে আদিবাসীদের উন্নয়ন সম্ভব নয়। এডিসি কে সরাসরি অর্থ প্রদান করা হোক। বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
এডিসি দিবস উপলক্ষে প্রতি বারের মতো এবারেও আগরতলায় কংগ্রেস ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। ১৯৮৪ সালের এমনই দিনে ত্রিপুরা অটোনমাজ বডি তথা এডিসি গঠনের ঘোষণা দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই বিল পাস করিয়েছিলেন । তাই ২৩ অগাস্ট দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এডিসি দিবস হিসেবে পালন করে কংগ্রেস।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, আদিবাসীদের সাংবিধানিক রাজনৈতিক ও সংরক্ষণের অধিকার সুরক্ষিত করেছে কংগ্রেস। তিনি এই বিশেষ দিনে আদিবাসীদের অভিনন্দন জানান। রাজ্যের স্থায়ীক এডিসি ভিলেজ কাউন্সিলে কংগ্রেস এর উদ্যোগে এডিসি দিবস পালন করা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।
সম্প্রতি জনজাতি কল্যাণ মন্ত্রীর বক্তব্য ঘিরে তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকে আদিবাসীদের ভাবাবেগকে কাজে লাগানোর চক্রান্ত হয়েছে। বিজেপি আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করেন তিনি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত সবাই ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ কর শ্রদ্ধা জানান।