আগরতলা।।রাজযোগিনী প্রকাশ মনির ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে প্রজাপিতা ঈশ্বরীয় ব্রহ্মকুমারী ।
শনিবার সংস্থার রামনগর পাঁচ নং রোডস্থিত কার্যালয়ে এক রক্তদান শিবির হয়েছে। তাতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্নরা । প্রজাপিতা ব্রহ্মকুমারীর সঙ্গে যুক্ত ভাই ও বোনেরা বেশ উৎসাহের সঙ্গে এদিন রক্তদান করেন। মেয়র দীপক মজুমদার তাদের এই কর্মসূচির প্রশংসা করে বলেন, যারা রক্তদান করছেন তারা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন।
রক্তদানে মানবিকতা সৌভাতৃত্ত গড়ে উঠে। রক্তদানে কোনো জাতি ধর্ম থাকে না। রক্তদান হচ্ছে শ্রেষ্ঠ দান। দোনাতে ব্লাড সেভ লাইফ এই বার্তাকি সামনে রেখে এই দিনটিকে ইউনিভার্সেল ব্রাদার হুড ডে হিসাবে পালন করে প্রজাপিতা ঈশ্বরীয় ব্রহ্মকুমারী ও তাদের সামাজিক সেবা শাখা।