আগরতলা।।দেশের নির্বাচন কমিশন শাসক দলের হয়ে কাজ করছে। মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার খর্ব করার ষড়যন্ত্রে লিপ্ত। কমিশন নিরপেক্ষ থাকার জায়গায় বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে । এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
সোমবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি ও নির্বাচন কমিশনকেএই ভাবেই আক্রমন করে আশীষ বাবু। তিনি বলেন, বিজেপি দল নির্বাচন কমিশনকে হাতিয়ার করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে চলছে। এবার প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেবার অপকৌশলে নেমেছে নির্বাচন কমিশন। গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছে তারা। আশীষ সাহা আরো বলেন, নির্বাচন কমিশনের এই দালালি ইতিমধ্যে সামনে চলে এসেছে। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার প্রমান দিয়েছেন। দেশবাসী রাহুল গান্ধীর বক্তব্য গ্রহণ করেছেন। নির্বাচন কমিশনের এই দুর্নীতি এবং হঠকারিতার প্রতিবাদে দেশ ব্যাপী আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কংগ্রেস। সারা দেশে আগামী ২২ অগাস্ট থেকে বিজেপি ও কমিশনের আঁতাতের বিরুদ্ধে আন্দোলন শুরু। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ৩০ অগাস্ট আগরতলায় হবে রাজ্য ভিত্তিক রেলি।
প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে কমিশন ও বিজেপির আঁতাতের বিষয়টি সামনে আনেন। যা নিয়ে গোটা দেশে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুঞ্জন শুরু হয়। তার ১৮ দিনের মাথায় নির্বাচন কমিশন গতকাল সাফাই দিতে সাংবাদিক সম্মেলন করে। কিন্ত সেখানে দেখা গেছে কমিশন রাহুল গান্ধীর প্রশ্ন গুলি কৌশলে এড়িয়ে যায়। আর নানা রকমের হুমকি ধমকি দেয়া হয়। ক্ষমা চাওয়ার কথা বলে।