আগরতলা।।প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মার্গ দর্শনেই কাজ করছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার উপর নির্ভর করেই আমাদের দেশ এখন উন্নতির শিখরে। বাজপেয়ীর প্রয়াণ দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী।
প্রদেশ বিজেপির কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস পালন করা হয়েছে। এদিন তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, একটি দলকে কিভাবে চালাতে হবে পাশাপাশি সংগঠনকে কিভাবে চালাতে হবে, সংঘঠনে থাকতে গেলে আমাদের কী কী করা উচিত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মতো নেতৃত্বরাই আমাদের মার্গ দর্শন করে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই দিশাতেই কাজ করছেন। তিনি আরো বলেন, আমাদের দেশ এখন উন্নত শিখরে পৌঁছে গেছে , তা সম্ভব হয়েছে সেই ধরনের নেতৃত্বদের জন্যই। তাই তাদেরকে আমাদের অনুসরণ করেই এগিয়ে যেতে হবে। তাদের দেখানো পথ অনুস্মরণ করেই মানুষ ও দেশকে আরো উন্নত শিখরে নিয়ে যেতে হবে আমাদের।
এদিন রাজীব ভট্টাচার্য্য বলেন, ভারত মাতার সুসন্তান ও রাষ্ট্রবাদী নেতা ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। কোটি কোটি কার্য্যকর্তার পথ প্রদর্শক অটল বিহারীর চিন্তাধারা সর্বদাই আমাদের অনুপ্রাণিত করে। তাঁর কথায়, মূল্য এবং আদর্শের উপর নির্ভর করে নিজের রাজনীতি দিয়ে তিনিই প্রথম ভারতবর্ষের বিকাশ এবং সুশাসনের যুগের সূচনা করেছিলেন।
এদিন আগরতলা শহরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা ও মন্ডল অফিস গুলিতেও ভারত রত্ন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়ানে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।