আগরতলা।। আগরতলা পুর নিগমের ১৮ নং ওয়ার্ডের উদ্যোগে স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার ওয়ার্ড অফিস প্রাঙ্গনে স্বাস্থ্য শিবির হয়। প্রায় ১০০ জন রোগী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়। ছিলেন বিশেষজ্ঞ ডাক্তাররা। স্বাস্থ্য দপ্তর সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাতে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত। তিনি জানান, স্বাধীনতা দিবস ও হর ঘর তিরঙ্গা উপলক্ষে ১৮ নং ওয়ার্ড এলাকায় গত কয়দিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বাড়ি বাড়ি জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে।
এদিনের স্বাস্থ্য শিবিরে ভালো সাড়া পাওয়া যায় বলে দাবি করেন তিনি। তবে বৃষ্টির দরুন কিছুটা ছন্দপতন ঘটে। শুক্রবার সকালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হবে।