আগরতলা।।রাজধানীর আগরতলায় বিভিন্ন রাস্তার পাশে এখন স্মার্ট সিটি প্রকল্পে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে ।
মেয়র দীপক মজুমদার খোদ বিভিন্ন জায়গায় এই কভার ড্রেন বিনির্মানের কাজ পরিদর্শনে যাচ্ছেন। কোথাও কোনো সমস্যা থাকলে তিনি নিজে ছুটে যান। মঙ্গলবার উজান অভয়নগর থেকে জিবি যাওয়া রাস্তায় ড্রেনের কাজ পরিদর্শন করেন। কথা বলেন সংশ্লিষ্ট আধিকারিক সহ এলাকাবাসীর সঙ্গে। পরে মেয়র বলেন, কাজ হচ্ছে সঠিক গুণমান বজায় রেখেই। পুজোর আগে অনেকটা কাজ সম্পন্ন হয়ে যাবে। তবে কাজের দরুন মানুষের কিছু সমস্যা হচ্ছে বলেও স্বীকার করেন তিনি। এদিন মেয়রের সঙ্গে প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্তও ছিলেন। উল্লেখ্য শহর আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পে ২৩ কিলোমিটার রাস্তায় ৪৬ কিলোমিটার কভার ড্রেন নির্মাণ করা হবে। আগামী ৩ বছরের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে। তাই যুদ্ধাকালীন তৎপরতায় বিভিন্ন রাস্তায় কভার ড্রেন নির্মাণের কাজ চলছে।