আগরতলা।।সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হয় তাদের। শুক্রবার আগরতলা গভর্মেন্ট নার্সিং কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
আগরতলা গভারমেন্ট নার্সিং কলেজ এর দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । এছাড়াও ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, আগরতলা গভারমেন্ট নার্সিং কলেজের আধিকারিকসহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।
মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট বিষয়ে খবর রাখছেন । অর্থমন্ত্রী আরো বলেন ,স্বাস্থ্য পরিষেবাকে সর্বোত্তম পর্যায়ে পৌঁছে দিতে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । আর এই কারণেই নার্সদের পরিষেবা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব সহকারে রাজ্য সরকার দেখছে । অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আরো জানান ,রাজ্যে বর্তমানে ছয়টি নার্সিং কলেজ রয়েছে । বেসরকারিভাবে আরও ১১ টি নার্সিং কলেজ রয়েছে ।
নার্সিং প্রশিক্ষণে প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে। এদিন ফ্লোরেন্সে নাইটেংগেল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান ঘিরে কলেজের ছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে।