আগরতলা।।নির্বাচক মন্ডলীর নামের তালিকা সংশোধন করার ক্ষেত্রে দেশের নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করছে তার তীব্র সমালোচনা করলো প্রদেশ কংগ্রেস ।

ভোটার তালকা সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশন এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। একই সঙ্গে তিনি প্রদ্যুৎ কিশোরে এর ভূমিকারও সমালোচনা করেন। নির্বাচন কমিশন দশের নির্বাচক মন্ডলীর নামের তালিকা যে ভাবে সংশোধন করছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করলো প্রদেশ কংগ্রেস। তাদের আশঙ্কা এই এস আই আর পদ্ধতি ত্রিপুরাতেও প্রয়োগ করতে পারে নির্বাচন কমিশন ।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা মঙ্গলবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারত সরকারের দেওয়া নাগরিকত্বের পরিচয়পত্র নির্বাচন কমিশন অস্বীকার করছে। নির্বাচন কমিশনের এই ধরণের কোনো অধিকার নেই। সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে দেশের নির্বাচন কমিশন এই কাজ করছে বলে অভিযোগ করেন তিনি । কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে এরা এই কাজ করছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।

সেই সঙ্গে প্রদ্যুৎ কিশোরে দেববর্মন এরও সমালোচনা করেন। বলেন অনেক নিম্ন আয়ের মানুষ এমনকি উপজাতিদের মধ্যেও অনেকে এখন জন্মের প্রমান পত্র দেখাতে পারবে না। উল্লেখ্য সম্প্রতি প্রদ্যুৎ নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বিহার মডেল ত্রিপুরাতেও লাগু করার দাবি জানিয়েছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অবশ্য অনুপ্রবেশকারীদের সমর্থন করেন না বলে জানিয়েছেন। অনুপ্রবেশ কারীদের চিন্নিত করতে গিয়ে কোনো বৈধ নাগরিকের নাম বাতিল হলে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এদিন বক্সনগর বিধানসভা কেন্দ্রের অবসর প্রাপ্ত এক শিক্ষক সহ এক যুবক সিপিআইএম দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *