জম্পুইজলা।।সিপাহীজলা জেলাভিত্তিক ধরতি আবা জনভাগীদারি অভিযান আজ জম্পুইজলার বুখুরুই কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সরকারি সুবিধা দেওয়ার প্রচেষ্টায় এই ধরনের অভিযান সংঘটিত করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকার দেশকে শ্রেষ্ঠ বানানোর লক্ষ্যে কাজ করছে। রাজ্য সরকারও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে এবং বাল্যবিবাহ প্রতিরোধ করতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে এক মাসব্যাপী সিপাহীজলা জেলায় অনুষ্ঠিত ধরতি আবা জনভাগীদারি অভিযানের সাফল্যের পুস্তিকার উন্মোচন করেন পর্যটনমন্ত্রী।

এছাড়াও অনুষ্ঠানে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের জম্পুইজলা শাখা, ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কের জম্পুইজলা শাখা, জম্পুইজলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, জম্পুইজলা মহকুমা শাসক, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের জম্পুইজলা কৃষি তত্ত্বাবধায়ককে ধরতি আবা জনভাগীদারি অভিযান সফলভাবে সম্পন্ন করার জন্য অনুষ্ঠান মঞ্চে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মৎস্য দপ্তরের পক্ষ থেকে ২ জন মৎস্যচাষিকে মাছ ধরার জাল, ২ জনকে মাছ রাখার জন্য আইস বক্স এবং ২ জন মৎস্যচাষিকে এম.এস.ওয়াই, প্রকল্পে ৬ হাজার টাকা করে অর্ধরাশির চেক প্রদান করা হয়।

সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ৫ জনকে পোষণ কিট বিতরণ করা হয় এবং ২ জনকে পি.এম.এম.ভি.ওয়াই, প্রকল্পের শংসাপত্র দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৫৬ জনের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এবং ১৭ জনের আয়ুষ্মান কার্ড রেজিস্ট্রেশন করা হয়। শ্রম দপ্তরের পক্ষ থেকে ই-শ্রম প্রকল্পের জন্য ৪টি, নির্মাণ শ্রমিকের জন্য ৬টি এবং পি.এম.এস.ওয়াইএম, প্রকল্পের জন্য ১টি ফর্ম বিতরণ করা হয়। এছাড়াও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ইনকাম সার্টিফিকেটের জন্য ৫টি, এস.টি. সার্টিফিকেটের জন্য ২টি এবং পি.আর.টি.সি.-র জন্য ২টি আবেদনপত্র গ্রহণ করা হয়।

সিপাহীজলা জেলাভিত্তিক এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহকারী সভাধিপতি পিন্টু আইচ, সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জম্পুইজলা ব্লকের বি.এ.সি. চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা, জম্পুইজলার মহকুমা শাসক চিরঞ্জীব আনন প্রমুখ। অনুষ্ঠান উপলক্ষ্যে বিভিন্ন দপ্তরের ১১টি প্রদর্শনী স্টল খোলা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *