আগরতলা।।বিদ্যুৎ নিয়ে দিকে দিকে শুরু হয়েছে আন্দোলন। সিপিএম এর পর এবার কংগ্রেস। রাজধানী আগরতলার পাশাপাশি মহাকুমাগুলিতেও আন্দোলনে সোচ্চার হয়েছেন মানুষ।

বিদ্যুতের মূল্য বৃদ্ধির ও স্মার্ট মিটারের প্রতিবাদে সোমবার সরব হয়েছে সদর জেলা কংগ্রেস। এদিন সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে রাজধানীর ভুতুরিয়া সংলগ্ন বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, স্মার্ট মিটারের নামে গরিব অংশের মানুষকে চরম ভোগান্তির মধ্যে ঠেলে দিচ্ছে সরকার । তাছাড়া বিভিন্ন ভাবে গ্রাহকদের পকেট কাটার চেষ্টা করা হচ্ছে।

প্রত্যেক বিদ্যুৎ বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। ফিক্সট চার্জ, ডিউটি চার্জ, মিটার রেন্ট, ফুয়েল চার্জ, সানড্ৰাই এর নামে জনগণের পকেট কাটা হচ্ছে। ওঠছে জনগণের আয় বাড়ছে না । তার উপর সরকারের এই স্মার্ট মিটারের বাড়তি চাপ এসে পড়েছে। সরকারের তরফ থেকে জনগণকে আগাম না জানিয়ে বিদ্যুতের বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে এদিন সরব হয় সদর জেলা কংগ্রেস। এদিন বিক্ষোভ কর্মসূচীতে স্মার্ট মিটার বন্ধ করা, বিদ্যুতের দাম কমানো ও নিয়মিত বিদ্যুৎ পরিষেবা বহাল রাখার দাবি জানানো হয়।

এদিকে তৃণমূল কংগ্রেসও এই ইস্যুতে আন্দোলনে নেমেছে। প্রদেশ তৃণমূলের কার্যকর্তারা এদিন বিক্ষোভ দেখান রাজধানীর কদমতলিস্থিত বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের বাড়ির সামনে। রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। হঠাৎকরে বিদ্যুতের অস্বাভাবিক হরে মাশুল বৃদ্ধির প্রতিবাদে জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছে। সচেতন নাগরিকদের অনেকের অভিমত অরাজনৈতিক সংগঠনগুলির বিদ্যুৎ ইস্যুতে আন্দোলনে নাম উচিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *