আগরতলা।।আগরতলা ডেন্টাল কলেজে গবেষণা ও প্রশিক্ষণ পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা চলছে। প্রথম থেকেই কলেজের সুনাম বৃদ্ধি করতে হবে। বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগরতলা ডেন্টাল কলেজে ডাক্তারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন এবং দন্ত চিকিৎসা পরিষেবার সম্প্রসারণ নিয়ে এই বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। বৈঠকে ডেন্টাল কলেজের অধ্যক্ষ, সিনিয়র চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন ও তাঁদের সমস্যাগুলি শোনেন। তিনি বলেন, রাজ্য সরকার চিকিৎসা ক্ষেত্রে আধুনিকীকরণ ও পরিকাঠামোগত উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আগরতলা ডেন্টাল কলেজে গবেষণা ও প্রশিক্ষণ পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা চলছে।

বৈঠকে নতুন যন্ত্রপাতি সংযোজন,কর্মী নিয়োগ ও ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। চিকিৎসকদের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পরামর্শ দেওয়া হয়। যেগুলি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী চাইছেন প্রথম থেকেই কলেজটির সুনাম বৃদ্ধি করতে।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য রাজ্যের এই ডেন্টাল কলেজে ৬৩ টি আসন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *