আগরতলা।।আগামী বছরের হজ যাত্রীদের জন্যে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পক্রিয়া শুরু হয়েছে। হজ-২০২৬-এর জন্য অনলাইন আবেদনের সূচনা হয় ৭ জুলাই থেকে। ৩১ জুলাই পর্যন্ত তা চলবে। হজের জন্য আবেদনপত্র জমা দিতে গেলে দরখাস্তকারীর আন্তর্জাতিক পাসপোর্ট প্রয়োজন।
যার বৈধতা কমপক্ষে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত থাকতে হবে। বৃহস্পতিবার রাজ্য হজ কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। যাদের পাসপোর্ট নেই তাদের অতিশীঘ্র পাসপোর্ট-এর জন্য আবেদন করতে বলা হয়েছে । দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য শুধুমাত্র জ্যাকসন গেইট আগরতলা অফিসে যোগাযোগ করা যাবে। প্রথম কিস্তির জন্য দেড় লক্ষ টাকা গচ্ছিত রাখার অনুরোধ করা হয়েছে ।
২০২৬ সালের হজের জন্য আবেদনকারীরা সংক্ষিপ্ত হজ প্যাকেজ ও বেছে নিতে পারেন। সংক্ষিপ্ত হজ প্যাকেজের অন্যান্য শর্তাবলী সাধারণ হজ প্যাকেজের মতোই থাকবে।২০২৬ সালের হজের আবেদনের জন্য দুই টি মোবাইল নাম্বার প্রয়োজন এবং তারমধ্যে একটি। Whatsapp নম্বর হতে হবে।
আবেদনের জন্য Pan এবং Aadhaar Card নম্বর দিতে হবে। আবেদনকারীর নমিনির ও Pan এবং Aadhaar Card নম্বর দিতে হবে।