আগরতলা ।।শুধু ঘটা করে বৃক্ষ রোপন করলেই হবে না। এর রক্ষণাবেক্ষন করতে হবে। তাতে সবাইকে হবে। বললেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়।

এক পেড় মাকে নাম কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন। শুক্রবার এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন রাজধানীর অদূরে দুর্জয়নগর এলপিজি গোডাউন সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে ।

অনুঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায় সহ ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন কর্মচারী ও আধিকারিকরা। এদিন মন্ত্রী বলেন, শুধু আনুষ্ঠানিক ভাবে একদিন ঘটা করে গাছ লাগালেই বৃক্ষরোপণ কর্মসূচি সফল হয় না। সেই গাছ রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব সবাইকে নিতে হবে। তবেই এক পেড় মা কে নাম কর্মসূচির সার্থকতা আসবে।

সেই সাথে প্রত্যেককে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানোর আহ্বান জানান তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরেন। এদিন এলপিজি গোডাউন সংলগ্ন এলাকায় গাছের চারা রোপন করেন মন্ত্রী সহ অন্যান্য অথিতিরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *