আগরতলা।।একাংশ নেশাগ্রস্ত যুবকদের কাছে এখন চকলেট হয়ে উঠেছে পছন্দের জিনিস। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। চকলেটও চুরি হয় এখন। চকলেটের সঙ্গে বিভিন্ন নেশাজাত সামগ্রী মিশিয়ে তা সেবন করে নেশাগ্রস্ত যুবকরা।

রাজধানীর স্মার্ট বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের মূল্যবান চকলেট চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধরা পরে এক চোর। তার নাম সুকান্ত দাস। বাড়ি ধলেশ্বর জয়গুরু এলাকায়। ধৃত যুবককে জোর জিগ্গাসাবাদ চালিয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। আগেও সে চকলেট চুরি করেছে বলে জানা যায়।

এই ঘটনা প্রমান করে নেশাগ্রস্ত যুবকরা কতটা নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। চুরি করে চকলেট নিয়ে তাতে নেশা সামগ্রী মিশিয়ে সেবন করে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তাকে জিগ্গাসাবাদ করলেই বের হয়ে আসবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *