আগরতলা।।এক হৃদয়স্পর্শী উদ্যোগে, যা প্রতি বছর এক আনন্দঘন ঐতিহ্যে পরিণত হয়েছে, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ তাঁর নিজস্ব বাগানের ফল বিতরণ করলেন মোহনপুরের করইতলা গ্রামের মানুষদের মধ্যে।

মন্ত্রী নাথ উনার স্ত্রী, স্থানীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে ব্যক্তিগতভাবে আম, আনারস এবং অন্যান্য ফলের ঝুড়ি তুলে দেন গ্রামের মানুষদের হাতে। শিশু, বৃদ্ধ ও মহিলারা শুধু ফল নেওয়ার জন্য নয়, বরং তাদের আপনজন বলে পরিচিত এই নেতার সঙ্গে কিছুটা সময় কাটানোর আশায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। এই প্রসঙ্গে মন্ত্রী নাথ বলেন, “আমার গ্রামই আমার পরিবার। আমার নিজের মানুষদের মাঝে আমার বাগানের ফল বিলি করে যে আনন্দ আমি পাই, তা ভাষায় প্রকাশ করা যায় না। প্রিয়জনদের মুখের হাসি আমাকে আবেগে ভরিয়ে তোলে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি আবেগের বন্ধন—যা তাঁকে মানসিক শান্তি ও আত্মিক তৃপ্তি দেয়। “এই প্রথা আমার জন্য মাটির প্রতি, আর সেই মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানানোর উপায়, যারা আমাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছেন,”—বলেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *