আগরতলা।। সতেরোশো খ্রিস্টাব্দে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার এর জীবনী নিয়ে ব্যাপক প্রচারে যাচ্ছে বিজেপি।

আগামী ২১ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিটি জেলা ও মণ্ডল স্তরে নানা কর্মসূচি পালিত হবে। শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে রানী অহল্যাবাই হোলকার এর ৩০০ তম জন্মজয়ন্তীকে সামনে রেখে এক কর্মশালা হয়। সেখানে অহল্যাবাই এর জীবনে, তাকে নিয়ে কি ভাবে প্রচার চালানো হবে , কি হবে আগামী দিনের কর্মসূচি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই কর্মসূচিতে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য , প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক , অমিত রক্ষিত , তাপস ভট্টাচার্য , মিমি মজুমদার সহ অন্যান্যা নেতৃত্ব।

অমিত রক্ষিত রানী অহল্যাবাই হোলকার সম্পর্কে বলতে গিয়ে জানান, সব মানুষের জীবনে রানী অহল্যাবাই এর প্রভাব রয়েছে। তিনি ১২টি জ্যোতির্লিঙ্গ পুনরুদ্ধার করেছিলেন। সতেরোশো খ্রিস্টাব্দে তিনি সমাজ সংস্কার ও মহিলা ক্ষমতায়নে ভূমিকা নিয়েছিলেন। তাই উনার জীবনী ও আদর্শ প্রতিটা জেলা ও মণ্ডল স্তরে নিয়ে গিয়ে প্রচার চালানো হবে।

মানুষকে অবগত করা হবে। রানী অহল্যাবাই হোলকার ১৭২৫ সালের ৩১ মে জন্মগ্রহন করেছিলেন। তিনি প্রয়াত হন ১৭৯৫ সালের ১৩ অগাস্ট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *