মোহনপুর,১৬ মে।। কৃষি কাজের সঙ্গে যুক্ত কৃষকদের রোজগার বাড়াতে এবার উদ্যান জাত বিভিন্ন ফলের গাছ রোপনের উপর গুরুত্ব দিয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ।
শুক্রবার হেজামারা কৃষি মহকুমা এলাকার পূর্ব নোয়াগাঁও এডিসি ভিলেজে ১২৫টি পরিবারের লোকজনদের সঙ্গে আগামী ১০০ দিনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ । কৃষি এবং উদ্যানজাত ফসলের পাশাপাশি পশুপালন মৎস্য চাষ সহ আরো কিভাবে তাদেরকে স্বাবলম্বী করে তোলা যায় এ নিয়েও আলোচনা হয় পাশাপাশি ৩৫ টি পারিবারের হাতে রাবার সহ বিভিন্ন বাগান করার ওয়ার্ক অর্ডার তুলে দেওয়া হয়।
এলাকার মানুষেরা প্রত্যেকে অত্যন্ত উৎসাহী । এই উদ্যম ধরে রাখতে পারলে আগামী দিনে এই এলাকা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে l