আগরতলা: সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজে যারাই বাধা দিচ্ছেন তাদের কাওকে ছাড়া হবে না। স্পষ্ট ভাবেই এই কথা বলে দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
অভয়নগর বাজার সংলগ্ন এক ব্যক্তি জ্যোতিষ দেববর্মা উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছেন। তিনি আদালত পর্যন্ত যান। কিন্তু কাজ হয়নি। আদালত সরকারের পক্ষেই রায় দেয়। বুধবার আদালতের রায়ের প্রেক্ষিতে সরকারি জমি দখলকারী দের উচ্ছেদ অভিযানে নামে পুর নিগম। এদিন এই অভিযানকালে খোদ পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন নিগমের অন্যান্যা আধিকারিকরা। আশ্চর্যের বিষয় এদিনও জ্যোতিষ দেববর্মার পরিবার এসে আকুতি মিনতি করতে থাকে। তাই যতটা সম্ভব উনার কথা বিবেচনা করেই উন্নয়নমূলক কাজ হবে বলে জানান মেয়র।
শহর আগরতলার বিভিন্ন জায়গায় এখন কভার ড্রেন নির্মাণের কাজ চলছে। অনেক ক্ষেত্রে পুর নিগমকে বাধার মুখে পড়তে হলেও বেশিরভাগ মানুষই সহযোগিতা করছেন বলে জানান মেয়র।