দিল্লি : ভারতের ৩৬ জায়গায় হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনা প্রতি বারই পাকিস্তানের চেষ্টা ব্যর্থ করেছে বলে শুক্রবার সাংবাদিক বৈঠকে দাবি করল ভারতের বিদেশ মন্ত্রক।

বৃহস্পতিবার রাতে বহু বার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তান। অন্তত ৩০০-৪০০ বার নানা ভাবে সেই চেষ্টা চালানো হয়। ভারতের ৩৬ জায়গায় হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনা প্রতি বারই পাকিস্তানের চেষ্টা ব্যর্থ করেছে বলে শুক্রবার সাংবাদিক বৈঠকে দাবি করল ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনা।সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, ‘‘পাকিস্তান বৃহস্পতিবার রাতে ভারতের সেনাছাউনিগুলি নিশানা করার চেষ্টা করেছিল। ভারতের আকাশসীমা লঙ্ঘন করা চেষ্টা করেছে তারা।

শুধু তা-ই নয়, নিয়ন্ত্রণরেখায় ক্রমাগত গোলাবর্ষণও করেছে পাকিস্তান সেনা। ভারতের ৩৬ জায়গায় অন্তত ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতীয় সেনা সেই হামলা প্রতিহত করেছে। বেশ কয়েকটি ড্রোনকে নামিয়েছে তারা।’’ কেন পাক ড্রোন ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করছিল, তার ব্যাখ্যাও দেন কুরেশি। তিনি জানান, গোপনে নানা তথ্য সংগ্রহ করার উদ্দেশে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল পাকিস্তান। যে ড্রোনগুলি নামানো হয়েছে, সেই ড্রোনগুলির ফরেন্সিক পরীক্ষাও করা হচ্ছে বলে জানানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ড্রোনগুলি তুরস্কের। শুধু তা-ই নয়, পাকিস্তান ইউএভি (ড্রোন) দিয়ে ভাটিন্ডার সেনাছাউনিতে হামলা করার চেষ্টা করে। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়। এই হামলার পাল্টা জবাব দিয়েছে ভারত। ভারতীয় সেনা পাকিস্তানের চারটি বিমানঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা করে। ভারতের অভিযোগ, ৭ মে ব্যর্থ ড্রোন হামলার পরেও পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করেনি। পাকিস্তান তাদের যাত্রিবাহী বিমানকে ঢাল করার চেষ্টা করছে।

ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহও ছিলেন শুক্রবারের সাংবাদিক বৈঠকে। তিনিও অভিযোগ তোলেন, বৃহস্পতিবার রাতে পাকিস্তান বার বার ভারতের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করেছে। পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সেনাঘাঁটি উড়িয়ে দেওয়াই লক্ষ্য ছিল।

তবে পাকিস্তানের হামলায় ভারতীয় সেনারও কয়েক জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এমনকি, সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে স্বীকার করল ভারত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *