আগরতলা: অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশ অব্যাহত। ফের অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে আগরতলা হয়ে বহিঃরাজ্যে যাওয়ার পথে আটক এক বাংলাদেশী যুবতী।
গ্রেপ্তার দুই ভারতীয় দালাল।দুই ভারতীয় দালাল হল কৃষ্ণ দেবনাথ ও টোটন দে। উভয়ের বাড়ি সাব্রুম থানা এলাকায়।আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে গ্রেপ্তার করে আগরতলা জিআরপি থানার পুলিশ। জানা যায় ধৃত বাংলাদেশী যুবতী অবৈধভাবে বাংলাদেশ থেকে রাজ্যে এসেছিল। তারপর ভারতীয় দালালের হাতে ধরে বহিঃরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে তারা আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জি.আর.পি থানার পুলিশ, আরপিএফ, বিএসএফ ও গোয়েন্দা বিভাগ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা হায়দরাবাদ যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেলস্টেশনে গিয়েছিল। আগরতলা জিআরপি থানায় ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে জি আর পি থানার পুলিস।